আর্কাইভ থেকে এশিয়া

মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, অবশেষে মৃত্যু

র‍্যাগিংয়ের শিকার হয়ে এক মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের কাকাতিয়া মেডিক্যাল কলেজে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার ৪ দিন পর রোববার (২৬ ফব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই শিক্ষার্থীর।

পুলিশ জানিয়েছে, ২৬ বছর বয়সী প্রীতি গেলো বুধবার (২২ ফেব্রুয়ারি) কাকাতিয়া মেডিক্যাল কলেজে হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এমজিএম হাসপাতালে রাতের শিফটে কাজ করার পর তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। গুরুতর অবস্থায় তাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ওই শিক্ষার্থীর বাবার অভিযোগের ভিত্তিতে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলী সাইফকে র‍্যাগিং, আত্মহত্যার প্ররোচনা এবং হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ারাঙ্গলের পুলিশ কমিশনার এভি রঙ্গনাথ এনডিটিভিকে বলেছেন, ভুক্তভোগী ও যে শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট বিশ্লেষণ করে র‍্যাগিংয়ের সত্যতা পাওয়া গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা নরেন্দর বলেন, তারা ওই ছাত্রের বিরুদ্ধে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

নিহত ওই শিক্ষার্থীর পরিবার ময়নাতদন্ত এবং শেষকৃত্যের জন্য নিজ গ্রামে মরদেহ নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করেছেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও।

দেশটির জাতীয় মানবাধিকার কমিশন বিষয়টি আমলে নিয়েছে এবং সরকার, এমজিএম হাসপাতালের সুপারিনটেনডেন্ট, অধ্যক্ষসহ বিভাগীয় প্রধানকে নোটিশ জারি করেছে।

রাজ্যপাল তামিলিসাই সুন্দররাজন হাসপাতালে প্রীতিকে দেখতে গিয়েছিলেন। তার পরিবারের জন্য ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ারও কথা জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন