প্রকৃত ক্ষতি যাচাই-বাছাই করেই বীমার অর্থ দেবেন
কিছু কিছু গার্মেন্টসে ঘন ঘন আগুন লাগে। এতো ঘন ঘন আগুন লাগবে কেন? ইন্সুরেন্সের দাবিদার হয়ে যায়। টাকা পায়। থার্ডপার্টির ইন্সুরেন্সের যে কথা বলা হয়। তা খুবই ক্ষতিকর। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১ মার্চ) সকালে ‘জাতীয় বীমা দিবস-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বীমা কম্পানিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত ক্ষতিটা কতোটুকু তা খতিয়ে দেখতে হবে। দাবিদার বড় দাবি করবে। তবে প্রকৃত ক্ষতিটা যাচাই-বাছাই করেইতো তার অর্থটা দেবেন। এটা কেন হয় না? তাহলে কি মনে করবো, যারা তদন্ত করতে আসে তারাও এর ভাগিদার।
তিনি বলেন, ইন্সুরেন্স ছাড়া সড়কে যেন কোনো পরিবহন না চলে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বিমা খাতকে শক্তিশালী করার জন্য আমাদের সরকার বাংলাদেশ বিমা খাত উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। আশা করা যায়, এতে বিমা খাতে আধুনিকায়ন সম্ভব হবে এবং এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে গ্রাহকসেবার মান নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই ছয় দফা প্রণয়ন করেছিলেন বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান)। পুরো জিনিসটা টাইপ করেছিলেন মোহাম্মদ হানিফ। পরে এটা একজন বিজ্ঞ ব্যক্তিকে দিয়ে ট্রান্সলেশন করা হয়। আমাদের যে স্বাধীনতা অর্জন বা ছয় দফা প্রণয়ন, ছয় দফার ভিত্তিতে ৭০ এর নির্বাচন- সবই কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই করা হয়। তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ইন্স্যুরেন্সের এক যোগসূত্র রয়ে গেছে, এটা বাস্তবতা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সকে লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে এবং নন-লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা লাইফ ইন্স্যুরেন্সকে সম্মাননা প্রদান করেন।
অর্থমন্ত্রণালয় এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, আইডিআরএ’র চেয়ারম্যান জয়নুল বারী এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।