দেশে মোট ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ ভোটার
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের মোট ভোটার সংখ্যা ৮৩৭ জন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে জাতীয় ভোটার দিবসে এই তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ দিন সারাদেশে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে আগে প্রকাশিত খসড়া ভোটার তালিকার সঙ্গে চূড়ান্ত তালিকায় খুব বেশি একটি পার্থক্য দেখা যায়নি।
এর আগে, ভোটার দিবস উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে একটি র্যালি বের হয়। এতে ঢাকা জেলাসহ বিভিন্ন অঞ্চলের নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন।
এদিন পঞ্চমবারের মতো সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো- ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’।