মার্টিনেল্লির জোড়া গোলে আর্সেনালের বড় জয়
আর্সেনালের সামনে দাঁড়াতেই পারল না এভারটন। এভারটনকে হারানোর রাতে আলো ছড়ালেন আর্সেনালের ব্রাজিলের ফুটবলার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। তার জোড়া গোলে বুধবার (১ মার্চ) এভারটনকে ৪-০ গোলে হারায় আর্সেনাল।
এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেলো গানাররা। একটি করে গোল করেন বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড। এই জয়ে ২৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৬০, আর সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫৫।
আর্সেনাল প্রতি মুহূর্তে এভারটনকে চাপে রাখার চেষ্টা করছিল। তেমনই এক চাপে শেষ পর্যন্ত ৪০ মিনিটে ভেঙে পড়ে এভারটন রক্ষণ।
লিওয়ানদ্রো ট্রসার্ডের পাসে দারুণ ফিনিশিংয়ে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন ওডেগার্ড । আর ৮০ মিনিটে আর্সেনালের হয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটিও করেন মার্টিনেল্লি। এই জয়ে ২৫ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৬০, আর সমান ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৫৫।