আর্কাইভ থেকে বাংলাদেশ

১৮ মাস পর সশরীরে ক্লাসরুমে ঢাবির শিক্ষার্থীরা

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর অবশেষে সশরীরে ক্লাসরুমে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীরা। 

আজ রোববার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ভবনগুলো চিরচেনা কোলাহল। ব্যাগ কাঁধে শিক্ষার্থীরা ক্লাসে ঢুকছেন।

এর আগে, ২০২০ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগ। চলতি বছর বিভাগগুলো অনলাইনে ফাইনাল পরীক্ষাও গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.  এ  এস এম মাকসুদ কামাল জানান, ক্ষতি পোষাতে সেমিস্টার পদ্ধতিতে চলা বিভাগগুলোতে ছয় মাসের পরিবর্তে চার মাসে একটি সেমিস্টার সম্পন্ন করা হবে। এ ছাড়া বার্ষিক পদ্ধতিতে চলা বিভাগগুলোর ক্ষেত্রে ১২ মাসের পরিবর্তে আট মাসে কোর্স শেষ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন