‘শান্তিচুক্তি’ ভাঙল ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীরা
শান্তিচুক্তির এক মাস না পেরোতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ল্যাবএইড হাসপাতালের সামনে ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ ওঠে। এর জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়।
ওসি মোহাম্মদ আইয়ুব আরও বলেন, আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। আর আইডিয়াল কলেজ কলাবাগান থানা এলাকার আওতাধীন। সেখানকার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে নতুন করে এই সংঘর্ষের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, সাইন্সল্যাব এলাকায় প্রায়ই ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একারণে ওই এলাকায় প্রায়ই তীব্র যানজটের পাশাপাশি সাধারণ মানুষকেও চরম ভোগান্তিতে পড়তে হয়।
গেল ৯ নভেম্বর এই সমস্যা সমাধানে নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়েছিল। আর মারামারি করবেন না বলে তারা তখন প্রতিজ্ঞা করেছিলেন ।
এসএইচ//