রাতে মাঠে গড়াচ্ছে এল ক্লাসিকো, নেই পুরোনো জৌলুস!
ক্লাব ফুটবলের অন্যতম বড় লড়াই হিসেবে ধরা হয় স্প্যানিশ দুই জায়ান্ট রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনার দ্বৈরথকে। ইতিহাস-ঐতিহ্যের ১২১ বছরের পুরনো এই দ্বৈরথের সেই জৌলুস এখন আর খুঁজে পাওয়া যায় না। আগের মতো নেই তারকারদের ঝনঝনানিও। প্রথমে ক্রিশ্চিয়ানো রোনালদো মাদ্রিদ এরপর লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর অনেকটাই পানসে হয়ে উঠেছে এল ক্লাসিকো।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) কোপা দেল রে’র সেমিফাইনালে ২৮৬ নাম্বার এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
লা লিগায় রীতিমতো উড়তে থাকা বার্সার ক্লাসিকোর আগে হুট করেই ছন্দপতন হলো। পুঁচকে আলমেরিয়ার কাছে হেরে কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ‘আমরা মৌসুমের সবচেয়ে বাজে ম্যাচটা খেললাম।’ যদিও জাভি কোচ হওয়ার পর চারটি ক্লাসিকোতে এখন পর্যন্ত দুটিতে জিতেছে কাতালানরা। গত মৌসুমে লা লিগায় ৪-০ গোলে জেতার পর গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয় তারা।
তারপরও বার্সা কোচের দাবি পিছিয়ে থেকেই মাঠে নামবে তাঁরা। এর কারণ অবশ্য আছে, প্রথমত রিয়ালের ঘরের মাঠে খেলা হওয়ায় তারাই ফেভারিট। তাছাড়া বার্সার মূল তারকা রবার্ট লেভানডস্কিও পড়েছে ইঞ্জুরিতে।
অন্যদিকে মাদ্রিদ আক্রমণভাগের খেলোয়াড়রাও আছেন দারুণ ছন্দে। ব্রাজিল সেনসেশন ভিনিসিয়ুস প্রতি ম্যাচেই গোলে অবদান রাখছেন। মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও বলছেন সেই কথা। এল ক্লাসিকোর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন “রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রেরর ওপর নির্ভর করে এবং এই নির্ভরতা ভালো, কারণ সে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।”