ভেঙ্গে গেলো সাকিব-তামিমের ঘুরে দাঁড়ানোর জুটি
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় রানের লক্ষ্যে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। সেম কারানের প্রথম ওভারে দুই উইকেট হারায় টাইগাররা।
দলীয় ১ রানে ওপেনার লিটন দাস ও গত ম্যাচে হাফ সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান। এরপর সেম কারেনের বলেই তৃতীয় ওভারে দলীয় ৯ রানের মাথায় মাত্র ৪ রান করে ফিরে যান মুশফিকুর রহিমও।
চতুর্থ উইকেট জুটিতে এসে তামিম সাকিব মিলে চেষ্টা করেন ঘুরে দাঁড়াতে। দুজনে মিলে ৭৯ রানের জুটি গড়ার পর দলীয় ৮৮ ও ব্যাক্তিগত ৩৫ রানে মঈন আলীর শিকার হন তামিম। ফলে ভেঙ্গে যায় ঘুরে দাঁড়ানোর জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার খেলে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৬ রান। সাকিবের সাথে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।