আর্কাইভ থেকে ফুটবল

মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করলো ব্রাজিল

কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পরে বেরাজিল। এরপর আর মাঠে নামা হয়নি আলবিসেলেস্তাদের। তবে চলতি মাসে মরক্কোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ ভোর চারটায়।

প্রীতি ম্যাচকে সামনে রেখে  ২৩ সদস্যের দল ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন ব্রাজিল কোচ রেমন মেনেজেস।

ইঞ্জুরির কারণে দলে জায়গা পাননি ব্রাজিলের নাম্বার টেন নেইমার জুনিয়র ও কাতার বিশ্বকাপে নেতৃত্ব দেয়া সিলভা। এছাড়াও বাদ পড়েছেন এলিসন, রাফিনহা, অ্যান্তোনি ও মারটিনোল্লি।

 

ব্রাজিল স্কোয়াড

গোলকিপার: এডারসন, মিকেয়েল, ওয়েভারটন

ফুলব্যাক: আর্থার, এমারসন, অ্যালেক্স টেলস, রেনান লোদি

সেন্টার ব্যাক: ইবানেজ, এডার মিলিতাও, মারকুইনহোস, রবার্ট রেনান

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, আন্দ্রে, ক্যাসেমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকেতা, রাফায়েল ভেইগা

ফরোয়ার্ড: অ্যান্টনি, রিচার্লিসন, রড্রিগো, রনি, ভিনি জুনিয়র, ভিটর রোক

 

এ সম্পর্কিত আরও পড়ুন