লিভারপুলে ছেড়ে চলে যেতে চান ফিরমিনহো!
২০১৫ সালে গ্রীষ্ম কালীন দলবদলে লিভারপুলে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনহো ৮ বছরের সম্পর্ক চুকিয়ে দল ছাড়ার আগ্রহ প্রকাশ করেছেন। চলতি বছরের লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবার পর নতুন করে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় ফিরমিনহো।
যদিও লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ ৩১ বছর বয়সীকে এই ব্রাজিলিয়ানকে অ্যানফিল্ডে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে ফিরমিনহো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্লাবকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডট কম নিশ্চিত করেছে এ তথ্য।
অলরেডসের হয়ে ৩৫৩ টি ম্যাচ খেলে ১০৭ টি গোলের পাশাপাশি ৭৮ টি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে বদলি হিসেবে নেমে করেছেন নয়টি গোল করেছেন।
মোহাম্মদ সালাহ এবং সাদিও মানের সঙ্গে একটি বিধ্বংসী ত্রয়ী গড়ে তোলার পর, ফিরমিনো লিভারপুলের সাতটি ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ, কারাবাও কাপ এবং কমিউনিটি শিল্ড কাপ।
আরও পড়ুনঃ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করলো ব্রাজিল