আর্কাইভ থেকে ফুটবল

ধর্ষণের অভিযোগে হাকিমির বিরুদ্ধে তদন্ত শুরু

পিএসজির হয়ে খেলা মরক্কোর ডিফেন্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে কিছুদিন আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল। যার প্রেক্ষিতে এই ডিফেন্ডারের বিরুদ্ধে তদন্ত শুরু ফরাসি প্রসিকিউটররা।

ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের তথ্য মতে,  গেল মাসের ২৬ তারিখ আশরাফ হাকিমির বিরুদ্ধে ২৪ বছর বয়সী এক নারী থানায় ধর্ষণের অভিযোগ তোলেন। সেই নারীর দাবি, হাকিমি গত ২৫ ফেব্রুয়ারি প্যারিসের শহরতলির বাড়িতে তাকে ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ নেইমারের ইনজুরি নিয়ে যা বললেন গালতিয়ের

এ বিষয়ে হাকিমির মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগের চেষ্টা করে পারেনি। এর আগে এই মরক্কানের আইনজীবী অবশ্য দাবি করেন যে, ধর্ষণের অভিযোগ মিথ্যা এবং বিষয়টি খোলাসা করতে হাকিমি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন।  পিএসজি পক্ষ থেকেও এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা মন্তব্য এখন পর্যন্ত আসেনি।

কাতার বিশ্বকাপে মরক্কো দলের সদস্য ছিলেন ২৪ বছর বয়সী হাকিমি। প্রথম আফ্রিকান এবং আরব দল হিসেবে মরোক্কানদের সেমিফাইনালে পা রাখার ঐতিহাসিক এ অর্জনে বড় অবদান ছিল তাঁর।

আরও পড়ুনঃ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণা করলো ব্রাজিল

এ সম্পর্কিত আরও পড়ুন