ফের মোহামেডানেই খেলবেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরেও খেলেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। এবারও কথা ছিল মোহামেডানের হয়েই খেলবেন তিনি।
কিন্তু মাঝে শোনা যাচ্ছিল, প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলবেন সাকিব। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে মোহামেডানের সঙ্গেই ফের চুক্তি সারলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
আজ শনিবার (৪ মার্চ) সকালে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিসের (সিসিডিএম) কার্যালয়ে ক্লাবটির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন সাকিব। সাকিব ছাড়াও মোহামেডানে স্বাক্ষর করেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শুভাগত হোম, সৌম্য সরকার, রনি তালুকদাররা।
উল্লেখ্য, আগামী ১৫ই মার্চ থেকে পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সুপার লিগের খেলাগুলো হবে ঈদের পর।