ব্রাজিল দলে নতুন মুখগুলো কে!
চলতি মাসে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সেই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেস। আর এই দল ঘোষণায় তিনি দিয়েছেন একটা বড় চকম। বিশবকাপে খেলা ১৫ সদস্য বাদ পড়েছে স্কোয়াড থেকে, আর দলে এসেছে ৯ জন নতুন মুখ।
সম্প্রতি অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় ব্রাজিলের কোচ ছিলেন র্যামন মেনেজেস। শিরোপাজয়ী সেই ব্রাজিল দল থেকে পাঁচ ফুটবলারকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছেন তিনি। এছাড়া আরও চার উদীয়মান তরুণকে দলে রেখেছেন এই ভারপ্রাপ্ত কোচ।
কোপা জয়ী দল থেকে ডাক পাওয়া নতুন মুখগুলো হলেন, গোলরক্ষক মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ডিফেন্ডার আর্থার (আমেরিকা মিনেরিও), রবার্ট রেনান (জেনিথ), মিডফিল্ডার আন্দ্রে সান্তোস (ভাস্কো) ও ফরোয়ার্ড ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)। এছাড়া বাকি চার জন হলেন, আন্দ্রে (ফ্লুমিনেজ), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস) ও রনির (পাল্ম ট্ট্রিস।