আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে গাঁজা-ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ ও বিজিবি সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ কেজি ৪শ গ্রাম গাাঁজা এবং ৩শ ৭৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০ টায় উপজেলার অনন্তপুর খামারটারী এলাকার আব্দুল হালিমের ছেলে মাদক চোরাকারবারী এরশাদ আলী (৩৭) এর বাড়ী তল্লাশী চালিয়ে ১৫ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। 

অন্যদিকে অনন্তপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা  আজ বুধবার (২৪ ফেব্রয়ারি) সকালে উপজেলার অনন্তপুর সীমান্তে গোপন সংবাদের ভিত্তিতে বড়ইতলা এলাকায় এক মাদক চোরাকারবারীকে ধাওয়া করে। এসময় মাদক চোরকারবারী ফেন্সিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়। 

পরে অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা মালিকবিহীন-৩শ ৭৪ বোতল ফেন্সিডিল জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদুল-আলম।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন