দেশজুড়ে

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন স্থবির, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

দেশের উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে টানা ছয় দিন ধরে ঘন কুয়াশা ও হিমশীতল হাওয়ায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। কনকনে ঠান্ডা ও সূর্যের অনুপস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। শীত নিবারণের জন্য ছিন্নমূল মানুষেরা খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর চেষ্টা করছেন।

এদিকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টায় কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টা পেরিয়ে গেলেও অনেক এলাকায় সূর্যের দেখা মেলেনি। এর মধ্যেই হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে জীবিকার তাগিদে কৃষি শ্রমিকদের মাঠে কাজ করতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশা নামতে শুরু করে, যা সারারাত গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরতে থাকে। সকালে তো বটেই, অনেক সময় সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। এই অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষেরা। শীতের তীব্রতার কারণে কাজে যেতে না পারায় অনেকের জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে।

 

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, শুক্রবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি সামনে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন