শীতের ছোঁয়ায় কমছে সবজির দাম, বাড়তি মাছ-মাংসের বাজার
দীর্ঘদিনের উত্তাপ কাটিয়ে রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তির হাওয়া লেগেছে। শীত মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়তে থাকায় বেশিরভাগ সবজির দাম নেমেছে ৪০ থেকে ৬০ টাকার ঘরে। তবে বাজারে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ ও মাংস।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে মাঝারি আকারের ফুলকপি প্রতিপিস ২০–৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বেগুন ৬০ টাকা কেজি, পেঁপে ৩০ টাকা, ঝিঙ্গা ও শিম ৫০ টাকা, মুলা ও শালগম ৪০ টাকা, লাউ ৫০–৬০ টাকা, আলু ২০ টাকা এবং কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বরবটি ও টমেটোর দাম তুলনামূলক বেশি।
অন্যদিকে মাছের বাজারে তেলাপিয়া ২২০–২৫০ টাকা, পাবদা ৩০০–৩৫০ টাকা, মাঝারি রুই ৩২০–৩৫০ টাকা, কই ২৫০–২৮০ টাকা, চাষের শিং ৪০০–৪৫০ টাকা এবং বড় চিংড়ি ৮০০–১,০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শোল ৮০০ টাকা ও টেংড়া ৫০০–৬৫০ টাকা কেজি দামে পাওয়া যাচ্ছে।
মাংস ও মুরগির বাজারেও দাম তুলনামূলক চড়া। ব্রয়লার মুরগি ১৭০–১৮০ টাকা, সোনালি ২৮০ টাকা, দেশি মুরগি ৬০০–৬৫০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১,১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, দীর্ঘদিন পর সবজির দামে কিছুটা স্বস্তি মিলেছে। গ্রামাঞ্চলের তুলনায় ঢাকায় সবজির দাম এখনও কিছুটা বেশি।
তবে, মাছের দাম কখনোই কমতে দেখা যায় না। বাড়তি দামের কারণে ভালো মাছ কিনে খাওয়া সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে।
মাছ বিক্রেতারা জানান, মাছের খাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে। ফলে বাজারে মাছের দামও কমছে না।
এদিকে বাজারে কমদামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগির ডিমের দাম। প্রতি ডজন বাদামি রঙের ডিম বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
এমএ//