নির্ধারণ হল ইংল্যান্ড সিরিজের চট্টগ্রাম পর্বের টিকিটের দাম
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার ঢাকা পর্ব শেষ করে সিরিজ চলে যাবে চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে। যেখানে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য লড়বে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষ হবার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচও খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। ইতোমধ্যে আজ শনিবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে ওয়ানডে দল। তাদের সঙ্গে টি-টোয়েন্টি দলের সদস্যরাও ছেড়েছেন ঢাকা।
চট্টগ্রামের ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের দাম ঢাকা পর্বের মতো একই রেখেছে বিসিবি। মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচের টিকিটের দাম ছিল সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা। চট্টগ্রামের ম্যাচের জন্যও একই মূল্যের টিকিট ছাড়ছে বিসিবি।
সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ মার্চ। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন বিটাক চত্ত্বরের পাশে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকে সংগ্রহ যাবে টিকিট।
শেষ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টির জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকাইয়, রুফ টপ হসপিটালিটির ১৫০০ টাকায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের ১০০০ টাকাইয়, ক্লাব হাউজে ৫০০ টাকাইয়, ইস্টার্ন স্ট্যান্ডে ৩০০ টাকাইয় এবং ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট মিলবে ২০০ টাকায়।