কনের ওজন মেপে বিয়েতে সেই পরিমাণ স্বর্ণ উপহার দেয়া হলো
সাধারণত বিয়েতে উপহার হিসেবে কনেকে পরিধানের জন্য স্বর্ণ দেয়া হয়। এর পরিমাণ এক ভরি থেকে শুরু করে কয়কশ’ ভরি হতে পারে। সেই সঙ্গে অন্যান্য জিনিস-পত্র উপহার দেয়া হয়। কখনো কি শুনেছেন কনের ওজন মেপে সেই পরিমাণ স্বর্ণ কনে উপহার দেয়া হয়েছে।
এমন একটি বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে কনেকে এক পাল্লায় বসিয়ে তার ওজন সমপরিমাণ স্বর্ণ মাপা হচ্ছে। সেই স্বণ কনেকে বিয়েতে উপহার দেয়া হয়েছে।
সম্প্রতি দুবাইয়ে এক পাকিস্তানি বধূকে সোনার সঙ্গে ওজন করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কনের বাবা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক পাকিস্তানি ব্যবসায়ী।
দুবাইয়ের ঘটনা যেখানে এক পাকিস্তানি কনেকে তার শরীরের ওজনের সমান সোনা দিয়ে মাপা হয়েছিল। কনের ওজন প্রায় ৭০ কেজি। তিনি ওজন স্কেলের একপাশে বসেছিলেন, অপর পাশে তার পরিবার সোনার বারগুলো দিচ্ছিলেন।
এ ভিডিওটি দেখে অনেকে নানা মন্তব্য করেছেন। অনেকে এই কাজের তীব্র সমালোচনা করেছেন। আবার কেউ কেউ নারী মর্যাদার প্রশংসাও করেছেন।
Bride measured in gold in Dubai🙈🙈.
Further proof that all the money in the world will not give class to classless individuals. pic.twitter.com/wfAMTJKCEL
— Tawab Hamidi (@TawabHamidi) February 25, 2023