আর্কাইভ থেকে বাংলাদেশ

হিন্দি সিনেমা চালানোর দাবি প্রদর্শক সমিতির

আমদানির মাধ্যমে দেশে হিন্দি সিনেমা চালাতে না দিলে প্রেক্ষাগৃহগুলো বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সরকার দাবি মেনে না নিলে আগামী ঈদের আগেই হল বন্ধের সিদ্ধান্ত নেবেন তারা।

শনিবার (৪ মার্চ) রাজধানীর মগবাজারে একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতারা।

হিন্দি সিনেমা আমদানির বিষয়ে সরকারের যথাযথ সিদ্ধান্ত চেয়ে নেতারা বলেন, হল যদি না চলে, হল যদি বন্ধ হয়ে যায় দেশের সিনেমা চালাবে কোথায়?

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস সরকারের সিদ্ধান্তহীনতায় ক্ষোভ জানিয়ে বলেন, হিন্দি সিনেমা না চালাতে দিলে এখন আর হল চালু রাখার উপায় দেখছি না। সিনেমা হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না, বিধায় বন্ধ করে দেয়াই শ্রেয় বলে মনে করি।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও লায়নস প্রেক্ষাগৃহের মালিক মির্জা আব্দুল খালেক দাবি করেন, ভবিষ্যতে বাংলা সিনেমা টিকিয়ে রাখতে বর্তমানে সিনেমা আমদানির বিকল্প নেই।

আব্দুল খালেক আরও বলেন, ঈদে বড় ছবি আসছে, ভালো ছবি আসছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, একটা ছবিও পুঁজি তুলে আনতে পারবে না। কারণ, পুঁজি তুলে আনার মতো জায়গা নাই। বর্তমান পরিস্থিতিতে আমি মনে করি, ২০ লাখ টাকা দিয়ে সিনেমা বানালেও সেই টাকা তুলে আনার মতো জায়গা নাই।

প্রসঙ্গত, চার বছর আগেও সিনেমা হলের সংখ্যা ছিল ২৪০। এখন নিয়মিত চালু হলের সংখ্যা মাত্র ৪০ টি। দেশের সিনমা হল সব গোডাউন হয়ে যাচ্ছে। তাদের দাবি, ভালো সিনেমা তৈরি হচ্ছে না বলেই এসব হল বন্ধ হয়ে যাচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন