আর্কাইভ থেকে পরামর্শ

অন্তর্বাসের বিজ্ঞাপনে নারীর পরিবর্তে পুরুষ

মহিলা মডেলদের অন্তর্বাস (ব্রা) পরে ক্যামেরার সামনে আসা নিষেধাজ্ঞা জারি করেছে চীন সরকার। অগত্যা দেশের অন্তর্বাস ব্যবসার হাল ধরতে এগিয়ে এলেন পুরুষেরাই। মহিলাদের অন্তর্বাস বা ‘ব্রা’ পরে তাদের প্রকাশ্যে আসতে দেখা গেছে। এসব পোশাকের বিজ্ঞাপনে নারীদের পরিবর্তে পুরুষরা কাজ করছেন। বিভিন্ন অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে চীনের পুরুষ মডেলরা ব্রা পরে প্রকাশ্যে এসেছেন। মহিলা মডেলদের প্রতি সরকারি নির্দেশিকার পর অন্তর্বাস তৈরির সংস্থাগুলিও এই কাজে পুরুষদের নিয়োগ করা শুরু করেছে। পুশ-আপ ব্রা থেকে শুরু করে স্পোর্টস ব্রা, বিভিন্ন ধরনের রাতপোশাক, চীনের সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে ভিন্ন সাজে পুরুষদের ছবি ছড়িয়ে পড়েছে। অন্তর্বাস ব্যবসার সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, পুরুষ মডেলদের এ ভাবে সাজানো ছাড়া আমাদের সামনে আর কোনও উপায় নেই। কারণ আমাদের এখানে যে মহিলা কর্মীরা রয়েছেন, তাদের অন্তর্বাস পরে ক্যামেরার সামনে আসতে বলতে পারব না। অন্তর্বাসগুলি মহিলাদের জন্যই তৈরি। কিন্তু পুরুষ মডেলরাই তা পরে প্রচার করতে বাধ্য হচ্ছেন। চিনের সমাজমাধ্যমে ব্রা পরা পুরুষ মডেলদের ছবি এবং ভিডিও দেখে নানা জনে নানা মন্তব্য করছেন। কেউ মজেছেন ঠাট্টা-তামাশায়, কেউ আবার সরকারের সমালোচনায় শামিল হয়েছেন। সমাজিকমাধ্যমে কেউ মজা করে বলছেন, মহিলাদের চেয়ে পুরুষদেরই এই অন্তর্বাসে ভালো মানিয়েছে। কেউ কেউ আবার জানিয়েছেন, সরকারের এই সিদ্ধান্তে চীনা মহিলাদের কাজের সুযোগ হ্রাস পেয়েছে। এক শ্রেণির মহিলারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন