ডামি প্রার্থী দিয়ে ভোট করবে আ’লীগ: রাশেদ খান মেনন
আগামী জাতীয় নির্বাচন ১৪ দলীয় জোটের ভিত্তিতে হওয়ার কথা ছিল। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা বলছেন, আওয়ামী লীগের ডামি বা বিদ্রোহী প্রার্থীদের দিয়ে পুরো ৩০০ আসনেই নির্বাচন হবে। বলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।
শনিবার (৪ মার্চ) বিকেলে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের এমন কথায় ওয়ার্কার্স পার্টি সিদ্ধান্ত নিয়েছে, তারা নিজস্ব প্রতীকে নির্বাচন করবে।
মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের জন্য মাছ, মাংস খাওয়া হারাম হয়ে গেছে মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, ৩০ টাকায় গম আমদানি করে দ্বিগুণ দামে তা বাজারে বিক্রি করছে ব্যবসায়ী সিন্ডিকেট। দুই মাসে বিদ্যুতের দাম বেড়েছে তিন দফা। বিএনপির সময়ে তারা আন্দোলন করেছিলেন তিন হাজার কোটি টাকা লুট করে তারেক রহমান খাম্বা তৈরি করেছিল বলে। আর আজকে প্রতিবছর ২৬ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। যে আদানি আজ ভারতে বিচারের সম্মুখীন, তাকে ডেকে এনে বিদ্যুৎ উৎপাদনের দায়িত্ব দেয়া হলো। দেশে এখন সামরিক-বেসামরিক আমলারা ক্ষমতার মালিক।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ আশা করা হয়েছিল। কিন্তু তিনি হলেন কওমি জননী। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, পার্বতীপুরে মন্দিরে হামলা হচ্ছে, এমন অসংখ্য সাম্প্রদায়িক হামলা হচ্ছে, অথচ বিচার হচ্ছে না।’
জনসভায় বিশেষ অতিথি ছিলেন রাশেদ খান মেননের স্ত্রী সংসদ সদস্য লুৎফুন্নেসা বেগম বিউটি, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কার সিদ্দিকী, সাধারণ সম্পাদক শবদুল হোসেন খান, কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু।