আর্কাইভ থেকে জাতীয়

রংপুর পরিদর্শনে যাবেন স্পীকার

রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) হামলার ক্ষয়ক্ষতির চুড়ান্ত হিসাব প্রকাশ করা যেতে পারে। 

দুপুরে হিন্দু পল্লী পরিদর্শনে যাবেন, জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী, তথ্য মন্ত্রী হাছান মাহমুদসহ আওয়ামী লীগের প্রতিনিধি দল। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন  সংসদ সদস্য হাসানুল হক ইনু।

 এসময় তিনি বলেন, জঙ্গি জামায়াতের সঙ্গে বিএনপির যতদিন পার্টনারশীপ থাকবে ততদিন এদেশে সাম্প্রদায়িক হামলা চলবে। 

এদিকে ফেসবুকে ধর্মীয় অবমাননার পোষ্ট দেয়ার অভিযোগে, পরিতোষ সরকার নামে এক যুবককে জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এছাড়া হিন্দুপল্লীতে হামলার ঘটনায় গ্রেফতার ৪২ জনসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন