আর্কাইভ থেকে জাতীয়

আরো দুদিন বৃষ্টি হতে পারে

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরো দুদিন থাকতে পারে। এই বৃষ্টির পর গরম কমার সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়া অধিদফতর  জানিয়েছে, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  বৃষ্টির প্রবণতা বেশি থাকবে দেশের দক্ষিণাঞ্চলে। রাজধানীতে আজ সকাল সোয়া ১০টা পর থেকে  থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

এ সম্পর্কিত আরও পড়ুন