বিসিএল ফাইনালে সাদমানের ডাবল সেঞ্চুরি
গতকাল প্রথম দিনে ১৩০ রানে অপরাজিত থেকে দিনশেষ করেছিলেন। দ্বিতীয় দিনে দ্বিশতক তুলে কক্সবাজারে বিসিএল ফাইনাল ম্যাচে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেলেন সাদমান ইসলাম। তার দ্বিশতকে ম্যাচে চালকের অবস্থানে আছে বিসিবি দক্ষিণাঞ্চল।
বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে ২৩০ রানে অপরাজি আছেন সাদমান । ৩৯৪ বলে ২৬ টি চার এবং ১ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি। ডাবল সেঞ্চুরি করার পথে সাদমান চতুর্থ উইকেট জুটিতে ফজলে মাহমুদ রাব্বিরকে সঙ্গে নিয়ে দেড়শো রানের জুটি গড়েন সাদমান।
ব্যক্তিগত ৬১ রান করে রাব্বি আউট হবার পর পঞ্চম উইকেটে জুটিতেও মার্শাল আইয়ুবকে সঙ্গে নিয়ে সাদমান আরো একটি দেড়শ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে মার্শাল তুলে নিয়েছেন ফিফটি।