পঞ্চগড়ে অশান্তি সৃষ্টির পায়তারা করছে একটি সংগঠন : রেলপথ মন্ত্রী
পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে তৌহিদী জনতা নামের একটি সংগঠন পঞ্চগড়ে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। তারা জনগণের জানমাল লুট করে শান্তিপ্রিয় পঞ্চগড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। বললেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম সুজন।
রোববার (৫ মার্চ) পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরের সম্মুখে সিনেমাহল রোডে পঞ্চগড় জেলা ছাত্র লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রেলপথ মন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি আহবান জানান।
জেলা ছাত্র লীগের সভাপতি নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিন, কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, আওয়ামী নেতা মনিরা পারভিন ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদমান সাকিব প্লাবন বক্তব্য রাখেন।