মুস্তাফিজের পারফরম্যান্সে খুশি স্পিন বোলিং কোচ
বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের আগমনটা ঘটেছিল বীরের বেশে। বাঘা বাঘা সব সব ব্যাটারদের তার কাটারে কাবু করেছেন। তবে ধীরে ধীরে সেই কাটারের ধার হারিয়ে ফেলছেন কাটার মাস্টার। ইংল্যান্ড সিরিজেও প্রথম দুই ওয়ানডে ম্যাচে উইকেট শূন্য মুস্তাফিজ। তার এমন পারফরম্যান্সেও খুশি বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
আজ রোববার (৫ মার্চ) চট্টগ্রামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুস্তাফিজ প্রসঙ্গে এই শ্রীলঙ্কান বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারটা আসলে বুঝতে হবে। সে শুরুতে বোলিং করছে, মধ্যখানে করছে, শেষেও করছে। ফলে এক সঙ্গে রান কম দেবে এবং অনেকগুলো উইকেট পাবে, এমন আশা করা কঠিন। মূলত বোলার হিসেবে সে দলের কঠিনতম কাজটি করছে। এটা বুঝার চেষ্টা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘(মুস্তাফিজের পারফরম্যান্সে) আমি খুশি। অবশ্যই অলরাউন্ডার, ব্যাটসম্যান বা বোলার হিসেবে উন্নতির সুযোগ আছে। সেসব নিয়ে কাজ করতে হবে।’