খেলাধুলা

কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

গেল বছরের ৫ নভেম্বর মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে বিসিবির ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক এক বছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন

এর আগে বুধবার এক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, মোহাম্মদ সালাউদ্দিন তার বর্তমান ভূমিকায় সন্তুষ্ট নন। সে কারণে বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন।  

ধারণা করা হচ্ছে, সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়াকে।

আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ডের ক্রিকেট দল বাংলাদেশে আসবে। এই সফরে তারা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি হবে সিলেটে ১১ থেকে ১৫ নভেম্বর, আর দ্বিতীয়টি ঢাকায় ১৯ থেকে ২৩ নভেম্বর

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর।

 

এসএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন