আর্কাইভ থেকে ক্রিকেট

পিএনজিকে হারিয়ে সুপার টুয়েলভের পথে স্কটল্যান্ড

নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে এক পা দিয়েই রাখল বর্তমানে গ্রুপ 'বি'র শীর্ষে থাকা দলটি। 

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাপুয়া নিউগিনির। দলীয় ৩৫ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় দলটি। এরপর সেসে বাউ ও নরম্যান ভানুয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। 

২৩ বলে ২৪ রান করে আউট হন বাউ। তবে আশা জিইয়ে রাখে ভানুয়া। তার ৩৭ বলে ৪৭ রানের ইনিংস ম্যাচের শেষ পর্যন্ত জয়ের আশা দেখাচ্ছিল পাপুয়া নিউগিনিকে। তবে তা যথেষ্ট ছিলো না। শেষ পর্যন্ত ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁদের। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি চার উইকেট নিয়েছেন। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কট্যল্যান্ড। দলীয় ২৬ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক প্রতিরোধ গড়ে তোলেন রিচি বেরিংটন এবং ম্যাথুস ক্রস।

দলের হয়ে সর্বোচ্চ ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন বেরিংটন। ইনিংসটি খেলতে ছয়টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন ডানহাতি ব্যাটার। এ ছাড়া হাফ সেঞ্চুরি না পাওয়া ক্রস করেছেন ৩৬ বলে ৪৫ রান। পাপুয়া নিউ গিনির হয়ে কাবুয়া মরোয়া চারটি ও চাদ সোপার নিয়েছেন তিনটি উইকেট নিয়েছেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন