ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের সাহায্য পাঠাচ্ছেন রোনালদো
তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ দুইটি। আহত-নিহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। ইতোমধ্যে বিভিন্ন দেশে ও সংগঠনের পাশাপাশি ক্রীড়া জগতের অনেই সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। এবার ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ইংলিশ সংবাদমাধ্যম ‘ডেইলিমেইল’ তথ্য মতে, রোনালদো একটি বিমান ভর্তি করে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু, খাবার, বালিশ, কম্বল, শিশুদের খাবার, দুধ ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন।
এর আগে ৬ ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে হাজার হাজার মানুষ আহত ও নিহত হয়। লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছেন গৃহহীন।