সাকিবের রেকর্ডের দিনে হোয়াইট ওয়াশ এড়ালো বাংলাদেশ
সিরিজ নির্ধারণ হয়ে গেছে আগেই। টাইগারদের সামনে লক্ষ্য ছিল হোয়াইট ওয়াশ এড়ানোর। ইংল্যান্ডে বিপক্ষে তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের পর অসাধরণ বোলিংয়ে ৫০ রানের জয় পেয়ে সেই লক্ষ পূরণ করলো বাংলাদেশ। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে এক দিনের ক্রিকেটে ৩০০ উইকেটে মাইল ফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ সোমবা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাট করতে নেমে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডারে তিন ব্যাটারের ফিফটিতে ৪৮.৫ ওভার খেলে সব কয়টি উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে ১৯৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।