আর্কাইভ থেকে দেশজুড়ে

বৃত্তিপ্রাপ্ত ৮০ শিক্ষার্থীর জন্য স্কুলের ‘ব্যতিক্রমী সংবর্ধনা’

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের বৃত্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীদের হেলিকপ্টরে ঘুরিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুলের ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে উপজেলার ওপর দিয়ে ভ্রমণ করনো হয়। এ সময় ৪ জন করে শিক্ষার্থীকে নিয়ে মোট ২০ বার আকাশে ভ্রমণ করে হেলিকপ্টরটি। নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ব্যতিক্রমী এ আয়োজন শেষ হয়।

সোমবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দ্বারিয়াপুরে রংধনু মডেল স্কুলের আয়োজনে এই সংবর্ধনা দেয় স্কুল কতৃপক্ষ। সংবর্ধনা অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধক্ষ্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।

তিনি বলেন, এতো সুন্দর ব্যতিক্রমী উদ্যোগ এই প্রথম দেখলাম। যা ইতোপূর্বে কোথায়ও করা হয়নি। এই আয়োজন শিক্ষার্থীদের পড়ালেখায় নিঃসন্দেহে আরও উৎসাহিত করবে। এতে শিক্ষার্থীরা পড়ালেখা করতেও অনুপ্রেরণা পাবে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। এই আয়োজন আমাদের পড়ালেখায় মনোযোগী হতে আরও উৎসাহিত ও অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে ভালো রেজাল্ট অর্জন করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে উৎসাহী করবে।

রংধনু মডেল স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদ  রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনসহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন