গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার
গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদি হাসান স্বপনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর সোয়া ১২টায় মরদেহটি বিধ্বস্ত ভবন থেকে গলিত অবস্থায় বের করে আনা হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিস্ফোরিত ভবনে আজ আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বুধবার রাত পর্যন্ত ওই বিস্ফোরণের ঘটনায় ১৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। মুসার মৃত্যুতে এ সংখ্যা দাঁড়ায় ২০ জনে। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। পাশাপাশি এখনও একজন নিখোঁজ আছেন।
বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ঘটনার দিন রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এরপর বুধবার আবারও দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ চলে। আজ তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ চলছে। আজ দুপুরে আরেকটি মরদেহ উদ্ধার হওয়ায় এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক।
https://youtu.be/FS7SsZcwz98