আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বকাপের উইকেট শিকারে আফ্রিদিকে ছুঁলেন সাকিব

পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটিংয়ের পর বোলিংয়েও সামনে থেকে নেতৃত্ব দিলেন সাকিব আল হাসান। তার স্পিন বীষে নীল হল পিএনজি। স্পিন ঘূর্ণিতে এক এক করে তুলে নেন চার পিএনজি ব্যাটারকে।

এতে পাকিস্তানের শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৩৯ উইকেট রয়েছে বুমবুমের। ক্রিকেটের দ্বিতীয় মেগা ইভেন্টে ৩৪ ম্যাচ খেলে এ সংখ্যক উইকেট ঝুলিতে ভরেন তিনি। তবে এক জায়গায় পাকিস্তানি অলরাউন্ডারকে ছাড়িয়ে গেছেন তিনি। ২৮ ম্যাচেই ৩৯ উইকেট শিকার করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপ শুরুর আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৩০টি। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২টি ও ওমানের বিপক্ষে ৩টি উইকেট লাভ করেন তিনি। আজ করলেন ৪ উইকেট। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৯ উইকেট শিকার করে এবারের উইকেট শিকারির শীর্ষে অবস্থান করছেন টাইগার অলরাউন্ডার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি
১/ সাকিব আল হাসান - ২৭ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/৯
২/ শহিদ আফ্রিদি - ৩৪ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/১১
৩/ লাসিথ মালিঙ্গা - ৩১ ইনিংসে ৩৮ উইকেট, সেরা বোলিং ৫/৩১
৪/ সাইদ আজমল - ২৩ ম্যাচে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৯
৫/ অজন্থা মেন্ডিস - ২১ ম্যাচে ৩৫ উইকেট, সেরা বোলিং ৬/৮

এস

এ সম্পর্কিত আরও পড়ুন