আর্কাইভ থেকে বিনোদন

পঞ্চম বিয়ে করছেন ২৬ বছরের মডেল, পাত্রীর বয়স ৫১

পাঁচ জন একসঙ্গে ঘুমিয়েও বিছানায় এখনও কিছুটা জায়গা বাকি আছে, সেই শূন্যস্থান পূরণ করতেই নতুন বিয়ে করার সিদ্ধান্ত। বললেন মডেল আর্থার উরসো।

পেশায় মডেল হলেও তার জনপ্রিয়তার কারণ অন্য। নিজের বহুগামী সম্পর্ক নিয়ে বরাবরই অকপট আর্থার উরসো। প্রেমের সম্পর্কে কত জনের সঙ্গে রয়েছেন তিনি তা নিজেই গুনে বলতে পারেন না। তার স্ত্রীর সংখ্যা আপাতত ৪ জন। আগে আরও বিয়ে করেছিলেন। কিন্তু তাদের কেউ কেউ ছেড়ে গিয়েছেন সম্পর্ক।

সম্প্রতি, পঞ্চম বার বিয়ে করতে চলেছেন ২৬ বছর বয়সি এই মডেল। পাত্রী ৫১ বছর বয়সি অলিন্দা। আর্থারের প্রথম স্ত্রী লনা কাজাকি এমনিতে খুব খুঁতখুঁতে। কিন্তু পাত্রী দেখে এই বিয়েতে তিনি সম্মতি দিয়েছেন।

আর্থারের সঙ্গে অলিন্দার বয়সের তফাত ২৫ বছর। বয়স যে প্রেমে কোনও বাধা হতে পারে না, কম উদাহরণ নেই তার। অলিন্দার বয়স পঞ্চাশের কোঠা পেরোলেও তাকে দেখে কিন্তু তা বোঝার উপায় নেই। সেই রূপেই মজেছেন আর্থার। সেই সঙ্গে অন্য রকম যৌনতার খোঁজেও এই সম্পর্কে জড়িয়েছেন। বয়সে বড় কোনও নারীর সঙ্গে এই প্রথম সম্পর্কে জড়িয়েছেন তিনি। ফলে এ ক্ষেত্রে যৌনতার স্বাদ ঠিক কেমন হয়, তা জানতে আগ্রহী ছিলেন। তাই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেন।

আর্থারের স্ত্রী এবং প্রেমিকাদের ব্যাপারে সবই জানেন অলিন্দা। তা নিয়ে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। সব সময় যে আর্থারকে কাছে পাবেন না তিনি, সে কথাও জানেন। তা সত্ত্বেও তিনি রাজি হয়েছেন এই বিয়েতে। সঙ্গী অল্পবয়সি হলে যৌনতার ক্ষেত্রে একটা বাড়তি উদ্দীপনা পাওয়া যায়, বলে মনে করেন তিনি।

চার স্ত্রীকে নিয়ে সংসার আর্থারের। সপ্তাহে এক দিন করে একেক জনের সঙ্গে রাত্রিযাপন করেন। বাকি তিন দিন পাঁচ জন একসঙ্গেই ঘুমোন।

এ সম্পর্কিত আরও পড়ুন