ব্যর্থ দুই ওপেনার লিটন-রনি, শান্তর ব্যাটে উড়ছে বাংলাদেশ
ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশের দুই ওপেনার রনি তালুকদার ও লিটন কুমার দাশ। তবে ৩৩ রানের মাথায় ভেঙ্গে যায় সেই জুটি।
আদিল রশিদের শিকার হয়ে ফেরেন ১৪ বলে ২১ রান করে ফেরেন রনি তালুকদার। রনির বিদায়ের পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি আরেক ওপেনার লিটন দাশও। ১২ রান করে জোফরা আরচারের শিকার হন তিনি।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল সামলাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান। ১৬ বলে ৩৪ রান করে দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন নাজমুল শান্ত।