আর্কাইভ থেকে বলিউড

আলিয়া কেমন স্ত্রী, কেমন মা- জানালেন রণবীর

ছবির প্রচারে এসেও কন্যা রাহাকে নিয়েই কথা বলেন রণবীর কপুর। অনুরাগীরা যে তার কথাই শুনতে চান! ২০২২ সালের এপ্রিল মাসে আলিয়া ভাট্টের সঙ্গে সংসার শুরু করেন রণবীর। এরপর ঝটিকা সফরে পেরিয়ে গিয়েছে বছর। কোলে এসেছে ফুটফুটে রাজকন্যা। রণবীরও এখন পুরোদস্তুর পিতার ভূমিকায়। জানান, মেয়ের ডায়াপার বদলাতে কিংবা ঢেকুর তোলানোয় তিনি সিদ্ধহস্ত।

‘রাহাকে কখনও আমি দেখব, কখনও আলিয়া। যার যখন কাজ থাকবে অন্য জন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব। এ ভাবেই পরিকল্পনা করে রেখেছি। আমিও তো ভালো বাবা হতে চাই!’

রণবীর আরও বলেন, “আলিয়া ভালো স্ত্রী কিন্তু আরও ভালো মা। ” তবে রাহা মায়ের মতো হোক, একেবারেই চান না অভিনেতা। তার দাবি, আলিয়ার মতো রূপ হোক, কিন্তু স্বভাব নিজের মতো হোক সেটিই চান। কেন? রণবীরের সাফ জবাব, “আলিয়া যেমন তীব্র ব্যক্তিত্বের অধিকারী, আবার তেমনই প্রাণবন্ত, বাড়িতে আরও একটি মেয়ে তেমন হলে আমার পক্ষে সামলানো কঠিন হবে। তার চেয়ে আমার মতো হোক, শান্তশিষ্ট।”

প্রসঙ্গত, আলিয়া আর রণবীরের দাম্পত্য জীবন স্রোতের মতো। তাদের বয়সের ব্যবধান সত্ত্বেও মনের মিল চোখে পড়ার মতো। আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালো ভাবেই জানেন রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসাবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তানের জন্মের পর কিছু সময়ের বিরতি নিয়েছেন আলিয়া। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন তা নিয়ে সবরকম ভাবে পাশে রয়েছেন রণবীর।

 

এ সম্পর্কিত আরও পড়ুন