আর্কাইভ থেকে ক্রিকেট

পুরস্কারের অর্থ মাঠ কর্মীদের দিলেন সাকিব

প্রথমবারের মতো টি-টোয়ান্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। পুরস্কার বিতরণীর সময় পুরস্কার পেয়ে তিনি ছুটে যান চট্টগ্রামের দুই কিউরেটর ও মাঠ কর্মীদের কাছে। পরবর্তীতে জানা যায় পুরস্কারের অর্থ তিনি প্রদান করেন চট্টগ্রামের মাঠকর্মীদের।

চট্টগ্রাম পর্বে ওয়ানডে সিরিজের শেষ মাচে এই মাঠেই জয় পেয়েছে বাংলাদেশ। আর জয়ের দিনে অনন্য এক রেকর্ড গড়েছিলেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে ৩০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। এরপর এই ভেন্যুতে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারায় বাংলাদেশ। এই দুই ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডার জিতেছেন তিনটি পুরস্কার। প্রতিটি পুরস্কারের অর্থ ছিল ১ লাখ টাকা করে। তিনটির মধ্য থেকে একটি পুরস্কারের সমস্ত অর্থই সাকিব দিয়ে দিয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠকর্মীদের।

সাকিব মাঠ ছেড়ে যাওয়ার আগে, প্রধান কিউরেটর প্রবীণ হিঙ্গারনিকার ও সহকারী কিউরেটর জাহিদ রেজা বাবুকে এই পুরস্কার বুঝিয়ে দিয়ে যান। ক্রিকেট পাড়ায় বাংলাদেশের খেলোয়াড়দের খেলায় জিতে মাঠকর্মীদের পুরস্কৃত করার ঘটনা নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে দেখা গেছে এমন ঘটনা।

এ সম্পর্কিত আরও পড়ুন