আর্কাইভ থেকে বাংলাদেশ

সুপার টুয়েলভে যেতে নামিবিয়ার দরকার ১২৬ রান

 

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টির বিশ্বকাপের মঞ্চে এসেছে নামিবিয়া। সেই ইতিহাসের বইয়ে আরেক পাতা যোগ হয়ে যেতে পারে যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে তারা। তার জন্য অবশ্য ঘণ্টাদুয়েক অপেক্ষা করতে হবে। অঘোষিত নকআউট ম্যাচে আইরিশদের মাত্র ১২৫ রানেই আটকে দিয়েছে বিশ্বকাপের নবাগত দলটি। 

আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনি টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার যেভাবে ইনিংস শুরু করেছিলেন মনে হচ্ছিল আইরিশরা বুঝি নামিবিয়াকে রানের পাহাড়ে চাপা দিকে যাচ্ছে। ৭.২ ওভারে উদ্বোধনী জুটিতেই কেভিন ও’ব্রায়েন ও পল স্টার্লিং তুলে নেন ৬২ রান। 
এরপর মাত্র পাঁচ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারায় আইরিশরা। পরে নামিবিয়ার বোলাররা আয়ারল্যান্ডের মিডল-অর্ডারকে চেপে ধরে। তিনে নামা অ্যান্ড্রু বালবিরনি কিছুটা আশার আলো দেখালেও পারেনি বেশিদূর যেতে। 

এর আগে, আয়ারল্যান্ড প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ উইকেটে জিতলেও শ্রীলঙ্কার কাছে ৭০ রানে পরাজিত হয়। অন্যদিকে নামিবিয়া প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে ৭ উইকেটে হারলেও পরের ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পায়।

বল হাতে আফ্রিকার দেশ নামিবিয়ার ফ্রাইলিংক ৩টি, ডেভিড ভিসে ২টি উইকেট নেন। 

 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন