আর্কাইভ থেকে ফুটবল

সালাহর পেনাল্টি মিসে হারলো লিভারপুল

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর তখন মনে হয়েছিল, এই বুঝি নিজেদের ছন্দে ফিরল লিভারপুল। কিন্তু তার ঠিক পরের ম্যাচেই  মোহামেদ সালাহরা আবারও খেই হারিয়েছে। তবে লিভারপুলের এ ম্যাচ হারের সঙ্গে বড় আক্ষেপের বিষয় সালাহর পেনাল্টি মিস।

শনিবার (১১ মার্চ) রাতে লিগ টেবিলের নিজেদের অবস্থান আরও পাকাপোক্ত করার সুযোগ ছিল সালাহদের সামনে। কিন্তু আগের ম্যাচের হিরো এই ম্যাচে পুরো ভিলেন বনে গেলেন। কেননা তার পেনাল্টি মিসই হারের আলোচনাকে চাপিয়ে গেছে।

ম্যাচের ২৮ মিনিটে উইঙ্গার ড্যাঙ্গো ওয়াত্তারার পাস থেকে বল পেয়ে বোর্নমাউথকে এগিয়ে দেন ফিলিপ বিলিং। সেই গোল প্রথমার্ধে তো নয়ই, পুরো ম্যাচেই শোধ করতে পারেনি লিভারপুল। যদিও তারা বেশ ভালো সুযোগ পেয়েছিল।

দ্বিতীয়ার্ধে গোল ব্যবধান ঘুচাতে লিভারপুল মরিয়া হয়ে ওঠে। ৬৮ মিনিটে সমতা ফেরানোর দারুণ সুযোগও পেয়ে যায় ক্লপের দল। দিয়েগো জোতার শট বোর্নমাউথের ডি বক্সের থাকা ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে লাগে। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু সালাহ নেন এক হাস্যকর শট। সেটা গোলমুখে থাকা তো দূরের কথা, বাঁ-পাশ দিয়ে অনেক ওপরে উড়ে চলে যায়। পুরো ক্যারিয়ারেই সম্ভবত এর চেয়ে বাজে পেনাল্টি শট নেননি সালাহ।

এমন হারের পর ২৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগের ৫ নম্বরে আছে লিভারপুল। বোর্নমাউথ সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে। ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্সেনাল, এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬১।

Warra a penalty from Salah 😂!! What was he even thinking? pic.twitter.com/zgLndZwcio

— Musoni (@musoniUTD) March 11, 2023

এ সম্পর্কিত আরও পড়ুন