টানা চার হারে লজ্জার এক রেকর্ড গড়লো লিভারপুল
শিরোপাধারী লিভারপুলের দুঃসময় যেন কাটছেই না। প্রিমিয়ার লিগে টানা চতুর্থ হারের লজ্জায় ডুবল আর্নে স্লটের দল। শনিবার (২৫ অক্টোবর) রাতে ব্রেন্টফোর্ডের মাঠে গিয়ে ৩-২ গোলে হেরেছে তারা। দলের এমন বিবর্ণ পারফরম্যান্সে ক্ষোভে ফুঁসছেন কোচ আর্নে স্লট। এই হারকে লিভারপুলের দায়িত্বে আসার পর ‘সবচেয়ে হতাশাজনক ফলগুলোর একটি’ বলে আখ্যা দিয়েছেন। এই হারে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে অল রেডরা।
মৌসুমের দুর্দান্ত সূচনার পর হঠাৎই ছন্দপতন ঘটেছে লিভারপুলের। লিগের প্রথম পাঁচ ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করলেও, এরপর টানা চার ম্যাচে হারল তারা। ক্রিস্টাল প্যালেস, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের পর এবার ব্রেন্টফোর্ডের কাছে হার।
শিষ্যদের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন কোচ আর্নে স্লট। ম্যাচ শেষে তিনি বলেন, ‘লিভারপুলের দায়িত্বে আসার পর এটাই সবচেয়ে হতাশাজনক ফলগুলোর একটি। ৩০ মিনিটের পর থেকেই ব্রেন্টফোর্ড ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল। আগের তিন হারের চেয়ে এই ম্যাচের পারফরম্যান্স ছিল বাজে।’
এই হারের পর প্রিমিয়ার লিগের ইতিহাসে শিরোপাধারী দল হিসেবে টানা চার ম্যাচ হারা চতুর্থ দল হওয়ার বিব্রতকর রেকর্ডও স্পর্শ করল লিভারপুল। জার্গেন ক্লপের স্থলাভিষিক্ত হওয়ার পর গত ১৬ মাসে এমন বাজে সময় আর দেখেননি এই ডাচ কোচ।
টানা চার হারের সরাসরি প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল নেমে গেছে ষষ্ঠ স্থানে। এদিকে, দিনের অন্য ম্যাচে আরেক জায়ান্ট চেলসিও হোঁচট খেয়েছে। তারা সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে টেবিলের অষ্টম স্থানে নেমে গেছে। আর সান্ডারল্যান্ড উঠে এসেছে দ্বিতীয় স্থানে (১৭ পয়েন্ট)। অন্যদিকে, টানা ৩ জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
এসএইচ//