মারা গেছেন প্রবীণ অভিনেতা সতীশ শাহ
মারা গেছেন বলিউডের পর্দার প্রিয় মুখ, বহু জনপ্রিয় হিন্দি ছবির চিরচেনা চরিত্রের অভিনেতা সতীশ শাহ। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটে দীর্ঘদিনের কিডনির সমস্যা থেকে জড়িয়ে যাওয়া জটিলতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৭৪ বছর বয়সে।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু জনি লিভার, শোকস্তব্ধ কণ্ঠে জানিয়েছেন—বলিউড একজন প্রতিভাবানকে হারালো। পরিচালক অশোক পণ্ডিতও সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ দিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য এটি গভীর বেদনার খবর।’’
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন সতীশ। সম্প্রতি অস্ত্রোপচারও হয় তার। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। রোববার হবে অন্ত্যেষ্টিক্রিয়া।
চলচ্চিত্র ও ধারাবাহিকের প্রায় চার দশকের কর্মজীবনে সতীশ শাহের অবদান অপরিসীম। ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতা, হৃতিক রোশন, সলমন খান সহ বলিউডের তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘কহো না পেয়ার হ্যায়’—প্রতিটি ছবিতে তিনি নিজের আলাদা ছাপ রেখেছেন।
বলিউডের ‘সারাভাই ভার্সেস সারাভাই’ থেকে শুরু করে বহু ধারাবাহিক ও ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে অম্লান হয়ে রয়েছে। সতীশ শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, বরং বলিউডের প্রিয় মুখ ও চিরন্তন চরিত্রের প্রতীক।
এসি//