আর্কাইভ থেকে ক্রিকেট

মিরাজের চতুর্থ শিকার, অসহায় ইংল্যান্ডের ব্যাটাররা

প্রথম ম্যাচে দলে না থাকা মিরাজ দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে এলোমেলো করে দিলেন জস বাটলারদের। ৫৭ রানে চার উইকেট হারানর পর বেন ডাকেট ও সেম কারান মিলে ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে নিতে থাকলে আঘাত হানেন মেহদী মিরাজ। ১২ রান করা সাম কারেনকে ফেরানোর পর ক্রিজে আসেন ক্রিশ ওকস। ওভারের পরের বলেই খালি হাতে তাকেও ফিরিয়ে দেন এই টাইগার অলরাউন্ডার। দুটি উইকেটি পেয়েছেন স্প্যাম্পিং থেকে।

এরপর নিজের শেষ ওভার করতে এসে ক্রিস জর্ডানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। ৪ উইকেট তুলতে রান খরচ করেছেন মাত্র ১২। টি-টোয়েন্টিতে বাংলাদেশের এর চেয়ে ভালো বোলিং ফিগার আছে আর ৯টি।

এর আগে, মাত্র ১৬ রানের মাথায় তাসকিন আহমেদ এর হাতে ম্যালনের বিদায়ের পর নিজের প্রথম ওভারে বল করতে এসেই সফল সাকিব আল হাসান। দলীয় ৫০ রানের মাথায় ২৫ করে ক্রিজে থিতু হওয়া ইংল্যান্ডের আরেক ওপেনার ফিলিপ সল্টকে ফেরান সাকিব।

এরপর ক্রিজে আসা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে টিকতে দেননি হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারে বাটলারকে ফেরান তিনি। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর দলে মাত্র ২ রান যোগ হতেই মেহেদি মিরাজের হাতে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন মঈন আলী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন