আর্কাইভ থেকে জাতীয়

রাজনৈতিক দলের নিবন্ধন: মে মাসের মধ্যে যাচাই শেষ করতে চায় ইসি

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন যাচাইয়ের কাজ মে মাসের মধ্যে শেষ করবো। বলেছেন, নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ রোববার (১২ মার্চ) রাজধানীর নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আইন ও বিধি অনুযায়ী যারা পাওয়ার যোগ্য তারা নিবন্ধন পাবে। যারা পাওয়ার যোগ্য নয়, তারা পাবে না। আইনের বাইরে কোনো কিছু বিবেচ্য বিষয় নাই। যাদের কাগজপত্র ঠিক আছে, তাদেরটাই কেবল মাঠ পর্যায়ে যাচাই হবে। বাকিগুলো হবে না। কোনো রাজনৈতিক সুপারিশ আসেনি। কোথাও থেকে কোনো সুপারিশ আসবেও না।

নির্বাচন কমিশনার বলেন, কমিশন আইন দ্বারা পরিচালিত হয়। কারো ভাবনা দ্বারা পরিচালিত হয় না। আইন ও বিধিতে যা কিছু দেওয়া আছে, সে শর্ত যারা শতভাগ পূরণ করতে পারবে, তারা নিবন্ধন পাবে। যারা একটি মাত্র পূরণ করতে পারবে না, তারাও পাবে না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন