আর্কাইভ থেকে ক্রিকেট

মিরাজের বোলিং তোপে সিরিজ জয়ে বাংলাদেশের দরকার ১১৮

সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে বেশি রান তুলতে পারেনি ইংলিশ ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে করে মাত্র ১১৭ রান।

আজ রোববার (১২ মার্চ) সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।শুরুতে ব্যাট করতে নেমে ১৬ রানের মাথায় ইংলিশদের প্রথম পতন হয় তাসকিন আহমেদের হাতে। নিজের দ্বিতীয় ওভারে ডেভিড ম্যালানকে ফেরালেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে তোলা ক্যাচ তালুবন্ধি করতে ভুল করেননি হাসান মাহমুদ।

এরপর নিজের প্রথম ওভারে বল করতে এসেই সফল সাকিব আল হাসান। দলীয় ৫০ রানের মাথায় ২৫ করে ক্রিজে থিতু হওয়া ইংল্যান্ডের আরেক ওপেনার ফিলিপ সল্টকে ফেরান সাকিব। তারপর ক্রিজে আসা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে টিকতে দেননি হাসান মাহমুদ। নিজের প্রথম ওভারে বাটলারকে ফেরান তিনি। ইংলিশ অধিনায়কের বিদায়ের পর দলে মাত্র ২ রান যোগ হতেই মেহেদি মিরাজের হাতে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন মঈন আলী।

৫৭ রানে চার উইকেট হারানর পর বেন ডাকেট ও সেম কারান মিলে ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে নিতে থাকলে আঘাত হানেন মেহদী মিরাজ। ১২ রান করা সাম কারেনকে ফেরানোর পর ক্রিজে আসেন ক্রিশ ওকস। ওভারের পরের বলেই খালি হাতে তাকেও ফিরিয়ে দেন এই টাইগার অলরাউন্ডার। দুটি উইকেটি পেয়েছেন স্প্যাম্পিং থেকে। এরপর নিজের শেষ ওভার করতে এসে ক্রিস জর্ডানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন এই অলরাউন্ডার। ৪ উইকেট তুলতে রান খরচ করেছেন মাত্র ১২।

শেষ দিকে এসে ইংল্যান্ডের আর কোন ব্যাটার আর তেমন কোন রান তুলতে পারেনি। মুস্তাফিজের শেষ ওভারে এসে আরও তিন উইকেট ( শেষ দুই বলে দুইটি রান আউট) পরে গেলে ১১৭ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় ইংলিশ বাহীনি।

এ সম্পর্কিত আরও পড়ুন