আর্কাইভ থেকে ফুটবল

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে  ইরানের কাছে হেরে মূল পর্বের খেলার আশাভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। মূল পর্বে খেলতে গেলে জয় পেতেই হবে এমন সমীকরণে ১-০ গোলে হেরে গেছে প্রমীলারা।

রোববার (১২ মার্চ) বিকেলে বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয় দল দুটি। ম্যাচে বেশ কিছু গোলের সুযোগও তৈরি করেছিল যুব বাঘিনীরা। কিন্তু পার্সিয়ান মেয়েদের ডিফেন্সের সামনে সফল হতে পায়নি বাংলাদেশ।

স্বাগতিকদের থেকে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এই ম্যাচে ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলতো ইরান। কিন্তু ড্রর প্রয়োজন হলেও লিড নিতে মরিয়া ছিল দলটি। কয়েকটি নিষ্ফল আক্রমণের পর ম্যাচের ৮৫তম মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমার ভুলে ইরানকে লিড এনে দেন নেগিন জানদি। পিছিয়ে পড়ে চেষ্টা করলেও ফল পায়নি বাঘীনিরা। আর এর মধ্য দিয়েই স্বপ্নভঙ্গ হলো লাল-সবুজের মেয়েদের।

এ সম্পর্কিত আরও পড়ুন