এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি: মিরাজ
ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কোন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অবশেষে সেই আপেক্ষা ঘুচলো টাইগারদের। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
আর এই জয়ের নায়ক তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বল হাতে মাত্র ১২ রান খরচে করে নিয়েছে ৪ উইকেট। ব্যাট হাতেও চাপে পড়া বাংলাদেশকে এনে দিয়েছেন ২০ রান। ফলাফল হিসেবে নির্বাচিত হয়েছেন ম্যাচ সেরা।
ইতিহাস গড়ার নায়ক সংবাদ সম্মেলনে এসে জানালেন, ‘সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা সিরিজ জিততে পারিনি, সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লেগেছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গে।'