এতো দ্রুত সিরিজ জিতবো ভাবিনি: পাপন
ইংল্যান্ডের বিপক্ষে এর আগে কোন ফরম্যাটেই সিরিজ জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। অবশেষে সেই আপেক্ষা ঘুচলো টাইগারদের। রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল।
বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ের পর সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এতো দ্রুত সিরিজ জিতবে টাইগাররা এটা তিনি ভাবেননি।
বিসিবি বস বলেন, ‘পরিকল্পনার অংশ হিসেবেই কোচিং প্যানেলে পরিবর্তন আসে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে এত তাড়াতাড়ি সিরিজ জিতবে ভাবি নাই।’
নাজমুল হোসেন শান্তর প্রশংসা করে পাপন বলেন, ‘আমি খেলোয়াড়দের একটা কথাই বলি বিশেষত নতুন খেলোয়াড়দের তোমর খেলায় মনোযোগ দাও। তবে আমার মনে হয় শান্ত ধারাবাহিকভাবে যেহেতু পারফর্ম করছে এখন এই জিনিসটা (সমালোচনা) কমে যাবে।’