রাবি'র সড়কে যান চলাচল স্বভাবিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীদের দেয়া গাছের গুড়ি সরিয়ে ফেলা হয়েছে। রাজশাহী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক হয়ে ছোটখাটো যানবাহন চলাচল শুরু করেছে।
সোমবার (১৩ মার্চ) সকাল থেকে এখনো কোনো আন্দোলনকারী শিক্ষার্থীকে দেখা যায়নি।
এদিকে রাত বারোটার পরে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।
এর আগে রোববার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশন সংলগ্ন চারুকলা অনুষদের কাছে রেললাইনে অগ্নিসংযোগ করে। এরপর থেকে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা সরে গেলে রাতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, গেলো শনিবার বিকেলে স্থানীয় বিনোদপুর বাজারে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২০০ শিক্ষার্থী আহত হন।
শিক্ষার্থীরা জানান, বাসভাড়া দেয়াকে কেন্দ্র করে এক চালকের সহকারীদের সঙ্গে প্রথমে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করে।
ওই ঘটনার পর রোববার সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।