শিক্ষাসফরের বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড
মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে শিক্ষাসফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকর্মীরা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৩ মার্চ) মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন সকাল পৌনে ৮টায় ওই মার্কেটের সামনে সেলফি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ওসি আবদুর রউফ বলেন, সেলফি পরিবহনের বাসে করে শিবালয়ের সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। রোববার (১২ মার্চ) সকাল ৯টার দিকে পৌর মার্কেটের সামনে থেকে বাসটি ছেড়ে যাওয়ার কথা। এ কারণে সকাল ৭টা থেকে পৌর মার্কেটের সামনে বাসটি পার্কিং করে রাখা হয়।
এদিকে সকাল পৌনে ৮টার দিকে বাসের পেছনে প্রণব ও ইমন নামে দুই ব্যক্তি সাউন্ড-সিস্টেম এবং জেনারেটর সংযোগের কাজ করছিলেন। বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন চালক ও হেলপার। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। পরে ভেতরে থাকা দুজন ব্যক্তি দ্রুত নিচে নেমে আসেন।
ওসি আরও জানান, সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সংযোগ দেয়ার সময় আগুনের সূত্রপাত।
তিনি জানান, এটি নাশকতা কি না, সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।