উন্নয়নের মূলনীতি নিরাপত্তা: শি চিনপিং
সমৃদ্ধির পূর্বশর্ত স্থিতিশীলতা। নিরাপত্তাকে উন্নয়নের মূলনীতি আখ্যা দিয়ে এ কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং।
সোমবার (১৩ মার্চ) চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপল’স কংগ্রেসের বার্ষিক অধিবেশনের শেষ দিন তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বক্তব্যে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত করায় প্রতিনিধিদের ধন্যবাদ জানান ৬৯ বছর বয়সী শি চিনপিং। ওই সময় তিনি দেশের প্রয়োজনকে নিজের মিশন হিসেবে নেয়ার প্রতিশ্রুতি দেন।
শি বলেন, ‘উন্নয়নের মূলনীতি নিরাপত্তা, যেখানে সমৃদ্ধির পূর্বশর্ত স্থিতিশীলতা।’
তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীগুলোর আধুনিকায়নকে পূর্ণ সমর্থন দেয়ার পাশাপাশি জনগণের সশস্ত্র বাহিনীকে ইস্পাতের মহাপ্রাচীর হিসেবে গড়ে তুলতে হবে, যাতে করে এটি কার্যকরভাবে জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থগুলোর রক্ষাকবচ হতে পারে।’
তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া শি বলেন, ‘আমাকে এগিয়ে নেয়ার সবচেয়ে বড় চালিকাশক্তি জনগণের আস্থা। এটি একই সঙ্গে আমার কাঁধে বহন করা অনেক বড় দায়িত্বও।
‘চীনা জাতির মহান পুনরুজ্জীবন অপরিবর্তনীয় ঐতিহাসিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে।’
চীনের পার্লামেন্টে বার্ষিক অধিবেশনের সমাপনী দিনে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন প্রান্তের প্রায় ৩ হাজার প্রতিনিধি।